Cvoice24.com

‘বঙ্গবন্ধুর খুনিদের বাংলার মাটিতে ফিরে এনে বিচার করা হবে’

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ১৫ আগস্ট ২০২২
‘বঙ্গবন্ধুর খুনিদের বাংলার মাটিতে ফিরে এনে বিচার করা হবে’

চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। পলাতক আসামিদের বাংলার এই মাটিতে ফিরে এনে বিচারের আওতায় আনা হবে।’

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ রক্তের অক্ষরে লেখা ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কলঙ্কিত দিন। আজ কান্নার দিন, জাতীয় শোক দিবস। আজ বাংলার নিসর্গ-প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সন্ত্রাস-জঙ্গিবাদের দেশ আজ শান্তি ও সুশৃঙ্খল এবং নিরাপত্তার বাংলাদেশ।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।

এছাড়া উপজেলা কৃষি অফিসার মো. আবু ছালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মামুন, উপজেলা প্রকৌশল কাজী ফাহাদ বিন মাহমুদ, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, হিসাব রক্ষক কর্মকর্তা নিলয় বিশ্বাস, ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, প্যানেল মেয়র রোজিয়া সোলতানা, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, আব্দুল মতলব কালু, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, মুহাম্মদ মিজান বিন তাহের প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়