Cvoice24.com

লোহাগাড়ায় বিদ্যালয়ে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার 

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:২৫, ৫ নভেম্বর ২০২৪
লোহাগাড়ায় বিদ্যালয়ে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার 

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক নোটিশে বহিষ্কারের এ তথ্যটি জানা যায়। 

অভিযুক্ত তিন শিক্ষার্থী ওই বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নোটিশে অন্যদেরও মোবাইল ব্যবহারে সতর্ক করে দেওয়া হয়েছে। 

জানা গেছে, উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী বিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইলে নিজেদের ভিডিও ধারণ করেন। পরে তা টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। গত ৩ নভেম্বর ভিডিওগুলো ফেসবুকে এলাকার সচেতন মহলের চোখে পড়লে তারা ওই শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বহিষ্কারসহ শাস্তির দাবি তোলেন। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার দাশ এক নোটিশে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদেরও মোবাইল ব্যবহারে সতর্কতা করে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে টিকটক করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে একটি নোটিশ (বিজ্ঞপ্তি) প্রতিটি শ্রেণী কক্ষে পড়ে শোনানো হয়। সেই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে সতর্কতা করা হয়।

বিষয়টি নিশ্চিত করতে সরাসরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অনীহা প্রকাশ করেন। তবে পরে তিনি বলেন, ‘বিদ্যালয়ে বানানো টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সতর্কতার নোটিশ দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ‘শুনছি শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। তবে কারা বহিষ্কার করেছে তা জানি না।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, ‘কোন কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সভাপতি হিসেবে আমি জানি না। আমাকে না জানিয়ে বহিষ্কারের নোটিশ দেওয়ার কোন যুক্তিকতা নেই।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: