শেখেরখীল অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অভিষেক
বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল মৌলভী বাজার অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ইউনিয়নের বাহমনিখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শপথবাক্য পাঠ করান শেখেরখীল ইউপির চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল কবির চৌধুরী মেহেদী, বাঁশখালী অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের গুনাগরি শাখার সভাপতি মো. মাহমুদ। শেখেরখীল মৌলভীবাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, মৌলানা নজির আহমদ, আক্তার উজ-জামান, মো. সরওয়ার উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. কামাল মেম্বার।
এ সময় নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জামাল ছত্তার, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, সাধারণ সদস্য জহিরুল ইসলাম, আব্দুল হাকিমসহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।