Cvoice24.com

রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের ৩ দিন পর মামলা, গ্রেপ্তার ১

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১২:৫২, ৪ ডিসেম্বর ২০২৪
রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের ৩ দিন পর মামলা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন খুনের তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২১ জন এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ ভাই বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

এদিকে হত্যা মামলা দায়েরের পর মো. ওসমান গনি (২৮) এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহর ছেলে। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘মামুন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে বুধবার (৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

এর আগে, গত ৩০ নভেম্বর (শুক্রবার) উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনায় দুই পক্ষকে নিয়ে সালিশি বৈঠকের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের হামলায় মারা যান সেকান্দর চৌধুরী মামুন।

জানা গেছে, প্রবাসী মামুন এক মাস আগে দেশে এসেছেন। তিনি সৌদি আরবের রিয়াদে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: