বাঁশখালীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালী কালীপুর ইউনিয়নে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৈশাখী খাতুন (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কালীপুর ইউনিয়নের ভাসানির দোকানস্থ নেজামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী। মোশাররফ ইনসেপ্টা ওষুধ কোম্পানির কর্মকর্তা। এ দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সকালে দরজার বাইরে তাদের তিন বছরের ছেলেটি কান্নাকাটি করছিল। এসময় দরজার সামনে গিয়ে ছেলেটির বাবা-মাকে ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় দরজায় ধাক্কা দিলে বৈশাখীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আশপাশের লোকজনের বরাতে জানা যায়, ৫-৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। স্বামীর চাকরি সূত্রে এখানে ভাড়া বাসায় থাকতেন তারা। স্বামীয় মোশাররফ হোসেন তার প্রতিষ্ঠানের মাসিক সভায় চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। বাসা থেকে বৈশাখী খাতুনের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।