Cvoice24.com

সন্দ্বীপের ইউএনওকে অপসারণ দাবিতে মানববন্ধন

সিভয়েস২৪ ডেস্ক
১৬:২৩, ১২ জানুয়ারি ২০২৫
সন্দ্বীপের ইউএনওকে অপসারণ দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমাকে অবিলম্বে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ‘সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’ নামে একটি সংগঠন এ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বক্তারা ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও সাধারণ জনগণের প্রতি অবিচারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।  

তারা অবিলম্বে ইউএনওকে অপসারণের দাবি জানান এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। 

মানববন্ধনে বক্তব্য দেন মিলাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, লাল চাঁদ, দিদার ও শামসুল আজম মুন্না।