Cvoice24.com

সন্দ্বীপের ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবার পেল নৌবাহিনীর সহায়তা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ মে ২০২১
সন্দ্বীপের ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবার পেল নৌবাহিনীর সহায়তা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপ উপজেলার ৩৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার ৪ নং সন্তোচপূর, ৫নং দীঘাপাড়া, ১৯নং আমান উল্লাহ ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ বক্স।

সোমবার (৩১ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি জনস্বার্থে স্থানীয় প্রশাসনকেও সার্বিক সহায়তা করে যাচ্ছে নৌবাহিনী।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়