Cvoice24.com

সীতাকুণ্ডে বিলুপ্ত প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ৮ মার্চ ২০২১
সীতাকুণ্ডে বিলুপ্ত প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধার

কিং কোবরা সাপ।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। 

রবিবার (৭ মার্চ) রাতে উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক স্টাফ কোয়ার্টারের সামনে থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আজ সোমবার পাহাড়ে অবমুক্ত করা হয় সাপটি।

জানা যায়, কিং কোবরা সাপটি গতকাল রবিবার রাত ১২টার দিকে একটি নারিকেল গাছের ওপরে থাকা গুই সাপের বাচ্চা শিকার করতে গাছের নিচে অবস্থান নেয়।
 
বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক স্টাফ কোয়ার্টারের মালি শেখ রায়হান বলেন, কিং কোবরাটি গাছের ওপরে উঠে গুই  সাপের বাচ্চা ধরে নিচে নিয়ে আসে। এরপর গুইসাপের বাচ্চাটি পুরোপুরি গিলে ফেলে সে। পরে সাপটিকে ধরে একটি বস্তায় বন্দি করে ফেলি।

বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পরিচালক মিজানুর রহমান বলেন, স্টাফ কোয়ার্টারের সামনে থেকে উদ্ধারকৃত বিলুপ্ত প্রজাতির কিং কোবরা সাপটি আজ গভীর অরণ্যে অবমুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে।

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়