Cvoice24.com

সীতাকুণ্ডে ২শ’ ঘনফুট সেগুন ও গামার কাঠ জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ১১ জানুয়ারি ২০২২
সীতাকুণ্ডে ২শ’ ঘনফুট সেগুন ও গামার কাঠ জব্দ

সীতাকুণ্ডে ২শ’ ঘনফুট সেগুন ও গামার কাঠ জব্দ।-প্রতীকী ছবি

সীতাকুণ্ডের ছোট কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোস্তফা হাকিম সিমেন্ট কারখানা এলাকায় ২শ’ ঘনফুট অবৈধ সেগুন ও গামার কাঠ জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আব্দুল মালেকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। এই তথ্য নিশ্চিত করেছেন ফরেস্টার মো. খায়রুল আলম।

তিনি সিভয়েসকে বলেন— 'অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোস্তফা হাকিম সিমেন্ট কারখানা এলাকায় ২শ’ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

জব্দ করা কাঠের মধ্যে সেগুন ১৪২ টুকরো এবং গামার গোল কাঠ ১৯ টুকরো। জব্দকরা কাঠগুলো ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়েছে। ধারণা করছি কাঠগুলো ব্যক্তিমালিকানাধীন এলাকার পাহাড়ের আশেপাশে থেকে কাটা হয়েছে। আমরা এখনও ঘটনাস্থলে আছি তবে মালিককে খুঁজে পাওয়া যায়নি।'

তবে এ ব্যাপারে বন বিভাগ থেকে অজ্ঞাতনামা হিসেবে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়