বেরোবিতে সিন্ডিকেট সদস্য হলেন চবির অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ
চবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ২১ (১) (ঝ) ও ২১ (২) অনুসারে দুইজন বিশিষ্ট শিক্ষাবিদকে এ বিশ্ববিদ্যালয়ের দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়া হলো।
রাষ্ট্রপতি কতৃক মনোনীত দুই সিন্ডিকেট সদস্য হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।