কক্সবাজারে নদী থেকে শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে নদী থেকে শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার।-প্রতীকী ছবি
কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ১৮ মাস বয়সী এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালের দিকে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজারস্থ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, বাংলাবাজার ব্রীজের অল্প দূরেই নদীতে ভাসছিল শিশুর মৃতদেহটি। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, শিশুটির মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।