Cvoice24.com

পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তার ৭ সিদ্ধান্ত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১৭ অক্টোবর ২০২১
পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তার ৭ সিদ্ধান্ত

দীর্ঘদিন ধরে ভোগ্যপণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সাতটি সিদ্ধান্ত গ্রহণ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ৩টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এসময় চট্টগ্রাম চেম্বার, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে প্রতিটি পাইকারি ও খুচরা বাজারে মূল্য তালিকা টাঙানো ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন, বাজারভিত্তিক কমিটি গঠন, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে ও ওজনে কম পরিমাপকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, টিসিবির ডিলারদের সকাল সাড়ে ৬টা থেকে পণ্য সরবরাহ ও ১০ টার মধ্যে টিসিবির ট্রাক বিক্রয় স্পটে আসা, পণ্যবাহী যানবাহনের অবাধ চলাচল ও অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণ, বাজার কমিটির জবাবদিহিতা ও সকল নেতৃবৃন্দের সদস্যদের নিয়ে সংশ্লিষ্ট বাজার মনিটরিং করা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মত উপজেলাগুলোতে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে বাজার মনিটরিং টিম গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়