Cvoice24.com

বর্ণিল আয়োজনে উদযাপিত হল জুনিয়র চেম্বার চট্টগ্রামের দশ বছর পূর্তি 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ২৭ নভেম্বর ২০২২
বর্ণিল আয়োজনে উদযাপিত হল জুনিয়র চেম্বার চট্টগ্রামের দশ বছর পূর্তি 

বর্ণিল আয়োজনে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ১০ বছর পূর্তি উদযাপিত হয়

ব্যবসায়ী, পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ১০ বছর পূর্তি উদযাপিত হলো বর্ণিল আয়োজনে। 

শনিবার (২৬ নভেম্বর) রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আয়োজন করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) চট্টগ্রাম। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশে তরুণদের সংখ্যা অনেক বেশি। এ তরুণদের কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে। উন্নত তরুণ প্রজন্ম তৈরিতে আপনাদের অবদান বেশি সেই কামনা করি।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে আরো এগিয়ে নিতে যুবকদের বিকল্প নেই। সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। আমরা সবাই মিলে তরুণদের উন্নয়নে কাজ করলে দেশ এগিয়ে যাবে।’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দশ বছর পার করায় জেসিআইয়ের সকল সদস্যকে অভিনন্দন। এলিটকেও ধন্যবাদ ১০ বছর আগে এমন একটা সংগঠন শুরু করার জন্য। জেসিআইয়ের মাধ্যমে সমাজের জন্য তথা দেশের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে। তাই আমাদেরকেও এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যেতে হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। আমি সব সময় বলি 'থিংক বিগ'। বড় কিছু চিন্তা করলে সমাজের জন্য কিছু করা যায়। এই সমাজের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে। আমি জুনিয়র চেম্বারের সদস্যদের বলব, আপনারা দেশের জন্য কিছু করার চেষ্টা করুন।’ 

জেসিআই বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘১০ বছর পূর্তি। সুন্দর জার্নি করেছি আমরা। জুনিয়র চেম্বার এমন সংগঠন যেখানে ৫ হাজার সদস্য আছে। প্রতিটি জেলায় জুনিয়র চেম্বার চাই। এটা আমার স্বপ্ন। তরুণদের জীবনমান উন্নয়নে কাজ করে জেসিআই। তরুণদের জন্য ১০ কোটি টাকা খরচ করেছি আমরা। অনেক কষ্টে জেসিআই শুরু করেছিলাম। তরুণদের প্লাটফর্ম দরকার ছিল। হতাশার কথা শুনতে চাই না। তরুণরা একসঙ্গে হলে পথ দেখাতে পারব। সবাই মিলে সারাদেশের তরুণদের জীবনমান উন্নয়নে কাজ করব। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।’ 

জেসিআই চট্টগ্রামের সভাপতি শান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— শেঠ গ্রুপের এমডি সোলায়মান আলম শেঠ, জেসিআইর সাবেক সভাপতি রাইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ, মো. গিয়াস উদ্দিন, মাশফিক আহমেদ রুশাদ, অসীম কুমার দাশ, শহীদুল মোস্তফা চৌধুরী, টিপু সুলতান সিকদার প্রমুখ।

জাতীয় সংগতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে ১০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়। প্রদর্শিত হয় জেসিআইর দশ বছর ও ইয়ুথ সামিটের ওপর তথ্যচিত্র। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়