Cvoice24.com

২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২১
২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

ফাইল ছবি।

ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে’র আগে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান কোনও ধরনের পরীক্ষা নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আজ সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে’র আগে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান কোনও পরীক্ষা নিতে পারবে না। বিসিএস পরীক্ষার তারিখও সমন্বয় করতে হবে। যেসব পরীক্ষা নেওয়া হচ্ছে তা বন্ধ রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে। সেসব পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়