Cvoice24.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২৪ মে থেকে। এদিন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও শুরু হবে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সময়সূচি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে সকালে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভে নেমেছিল শিক্ষার্থীরা। তবে তার আগেই জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা শুরু হবে ২৪ মে থেকে। আর এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি অতিসত্বর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হবে। তাই শিক্ষার্থীদের পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশ নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়