Cvoice24.com

চবির হলে উঠতে মানতে হবে ৪ নির্দেশনা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ অক্টোবর ২০২১
চবির হলে উঠতে মানতে হবে ৪ নির্দেশনা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো। আগামীকাল সোমবার খুলছে সব আবাসিক হল। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।

এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন।

তবে আবাসিক হলগুলোতে উঠতে শিক্ষার্থীদের মানতে হবে ৪ নির্দেশনা।

নির্দেশনাগুলো হলো—

অন্তত এক ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং হলে উঠার সময় টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, বরাদ্দ ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়া অবৈধ, অনাবাসিক, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবী কেউ হলে থাকতে পারবে না ও কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত চবি মেডিকেল কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল থেকেই তারা নির্দেশনা মেনে হলে এসে থাকতে পারবেন। এ ছাড়া তাদের রুমের ভেতরের অবস্থা জেনে আরও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়