Cvoice24.com

সিআইইউ’র ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৭ এপ্রিল ২০২২
সিআইইউ’র ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হল বিশিষ্ট কথা সাহিত্যিক, অনুবাদক এবং ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর লেখা ‘অ্যা স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।

সম্প্রতি সিআইইউর অ্যামেরিকান কর্নারে ইংরেজি বিভাগ বই বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বইটির লেখক সিআইইউ’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ জানান, বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ের অসংলগ্নতার বিষয়গুলোকে অত্যন্ত চমৎকারভাবে পাঠকদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে।

সিআইইউ’র ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির নানান দিক ও লেখকের চিন্তা-দর্শন নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, সারওয়ার মোরশেদ, সিআইইউ’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবদুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউ’র প্রভাষক সানজিদা আফরীন। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে বইটি নিয়ে পাঠকদের নানান কৌতুহলের জবাব দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। পরে তার সঙ্গে বই হাতে ছবি তোলেন সবাই।

সর্বশেষ

পাঠকপ্রিয়