Cvoice24.com

পর্যটক বাসে পিকআপের ধাক্কা, খাগড়াছড়িতে প্রাণ গেল ২ নারীর

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪
পর্যটক বাসে পিকআপের ধাক্কা, খাগড়াছড়িতে প্রাণ গেল ২ নারীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপটি গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ১৫ জন।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: