বালু তোলা গর্তে ডুবে রামগড়ে শিশুর মৃত্যু
রামগড় প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় রামগড় পৌরসভার বাগান টিলা এাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবার নাম আবুল বশর। নিহত ফরহাদ পূর্ব বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
নিহতের প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালু তোলায় গভীর গর্ত সৃষ্টি হয়। সম্প্রতি ঝড়বৃষ্টিতে গর্তটিতে পানি জমেছিলো। ওই পানিতে শিশুরা লাপালাপি করার একপর্যায়ে ইমন নামে এক শিশুকে ডুবে যেতে দেখে শহিদুল ইসলাম ফরহাদ তাকে বাচাঁতে পানিতে ঝাঁপ দিলে সেও পানির নিচে তলিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জুনিয়র কনসালন্টেন্ট শাহ আবরার জানান, শিশুটি হাসপাতালে আনার পূর্বে মারা যায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই স্বজনরা লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘আমরা এ ধরনের কোন অভিযোগ পাইনি। তবে অন্য মাধ্যমে এমন একটি খবর পেয়ে ঘটনার তদন্তে একজন সাব-ইনস্পেক্টর পাঠিয়েছি। তিনি ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’
অভিযোগ রয়েছে, কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে কৃষি জমির বালু উত্তোলন ও পাহাড় কেটে বাগানটিলার পরিবেশ ও প্রকৃতি ধ্বংশ করে দিয়েছে। বালু ও মাটি পরিবহণের কাজে ব্যবহৃত ছোট ছোট পিকআপ গাড়ির চাকায় নষ্ট হয়ে গেছে স্থানীয় সড়কগুলোও। তাদের বিরুদ্ধে কয়েকবার উপজেলা প্রশাসন অভিযান এবং জরিমানা করলেও থামছেনা এ সিন্ডিকেটের দৌরাত্ম্য।