Cvoice24.com

বিমানের সিটে লুকানো ১৫০ স্বর্ণের বার, শাহ আমানতে জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ২২ ফেব্রুয়ারি ২০২১
বিমানের সিটে লুকানো ১৫০ স্বর্ণের বার, শাহ আমানতে জব্দ

আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইট থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় চালানের স্বর্ণ জব্দ করা হয়েছে। সাড়ে ১৭ কেজি ওজনের মোট ১৫০টি বার লুকানো ছিল সিটের পেছনে। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিমের যৌথ অভিযানে এ চালান ধরা পড়ে। তবে কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।

কাস্টমস সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে ১৮ এফ সিট ও ২৬ এ সিটের কুশনের নিচে পেছনের প্যানেল থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৯ কোটি ৯৬ লাখ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূরে আলম সিভয়েসকে বলেন, ‘আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৫০টি বার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সবগুলো ওজন সাড়ে ১৭ কেজি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়