Cvoice24.com

চকবাজারে মিন্টুর চেয়ারে বসতে ২৫ জনের মনোনয়ন জমা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২১
চকবাজারে মিন্টুর চেয়ারে বসতে ২৫ জনের মনোনয়ন জমা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ২৮ জন।

মনোনয়ন জমা দেওয়া ব্যক্তিরা হলেন- আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ সেলিম রহমান দেলোয়ার হোসাইন, , নোমান চৌধুরী, মো. মজিবুর রহমান, মো. শাহিদুল আজম, মেহেরুন্নেসা খানম, নুর মোস্তফা টিনু, মোহাম্মদ নাজিম উদ্দিন, কাজী মোহাম্মদ ইমরান, মো. আলী আকবর হোসেন, মোহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ আবদুর রউফ, মোহাম্মদ সামশেদ নেওয়াজ, মোহাম্মদ দেলোয়ার হাসান, মমতাজ খান, শওকত ওসমান, মো. রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, মোহাম্মদ জাবেদ, মো. আলাউদ্দীন, কাজল প্রিয় বড়ুয়া, কায়সার আহমেদ, একেএম সালাউদ্দিন ও কাউসার আহমেদ ইয়াসমিন আহমেদ।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সিভয়েসকে বলেন, তফসিল ঘোষণার পর থেকে ২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আজ জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ সেপ্টেম্বর এসব যাচাই বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।

গত ১৮ মার্চ সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।

এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন।  পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ১৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী ৭ অক্টোবর।  

সিভয়েস/কেকে/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়