Cvoice24.com

বন্দরে ইলেকট্রনিক্স পণ্যের কনটেইনারে আগুন  

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ১৩ মে ২০২২
বন্দরে ইলেকট্রনিক্স পণ্যের কনটেইনারে আগুন  

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ইলেকট্রনিক্স পণ্যের একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে বন্দরের ৪ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে বন্দরের ৪ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার সিভয়েসকে সিভয়েসকে বলেন, বন্দরের কনটেইনারে অগ্নিকাণ্ডের খরব পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। মোট ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কন্টেনারে ইলেট্রনিক জিনিসপত্র থাকার সম্ভাবনা আছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়