কুমিল্লায় কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে বায়েজিদের যুবকের মৃত্যু
সিভয়েস প্রতিবেদক

প্রতীকী ছবি
কুমিল্লায় ঢাকামুখী কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ (২২) নামে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টায় কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ নগরের বায়েজিদ থানার টেক্সটাইল গেট এলাকার বাসিন্দা। তিনি ওই কাভার্ডভ্যানের সহকারী ছিলেন।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান সিভয়েস বলেন, ঢাকায় যাওয়ার পথে সকালে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার সামনে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি হলে কাভার্ডভ্যান সহকারী রিয়াজ গুরুতর আহত হয়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার মরদেহ মর্গে রাখা আছে।