Cvoice24.com

তাৎক্ষণিক ভোটার হতে পারেন ২ মার্চ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২১
তাৎক্ষণিক ভোটার হতে পারেন ২ মার্চ

ছবি: সিভয়েস

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে তাৎক্ষণিকভাবে ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। এদিন উপজেলা, আঞ্চলিক, জেলা ও বিভাগীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই সরাসরি ভোটার হওয়া যাবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে ভোটার দিবসে কেউ ইসির অফিসে গিয়ে তখনই ভোটার হতে পারবেন। নতুন ভোটারদের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে যাচাই করা হবে। এরপরই তাদের ভোটার করা হবে। এজন্য কমিটি গঠন করা হয়েছে। 

যা যা লাগবে...

• এসএসসি সনদ - (বয়স প্রমানের সনদ)
• জন্ম নিবন্ধন - (বয়স প্রমানের সনদ)
• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন - (বয়স প্রমানের সনদ)
• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরূপ কোন প্রমান)
• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

সর্বশেষ

পাঠকপ্রিয়