মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
বান্দরবান: রাত হলেই রাস্তায় ত্রাণ নিয়ে হাজির মানবিক পুলিশ

প্রকাশিত: ০৯:৪৭, ২১ জুন ২০২০
বান্দরবান: রাত হলেই রাস্তায় ত্রাণ নিয়ে হাজির মানবিক পুলিশ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিটা মানুষ তাদের দিন কাটাচ্ছে চরম মানবিকতায়। তার মাঝে অনেকে কর্মহীন হয়ে পড়েছে।

সম্প্রতি বান্দরবানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বান্দরবানকে রেড জোন ঘোষণা করা হয়েছে। দিনদিন বেড়েছে চলেছে আক্রান্তের সংখ্যা।

এই সংকটময় মুহূর্তে রেড জোনে থাকা হতদরিদ্র গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে বান্দরবান সদর থানার পক্ষ থেকে মানবিক সহায়তা নিয়ে রাতের আঁধারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বান্দরবান সদর থানার পুলিশ। রাতের অন্ধকার হলেই রাস্তায় মানবিক ত্রাণ নিয়ে হাজির পুলিশ। ঝড়-বৃষ্টি সকল কিছু উপেক্ষা করে গরীব মানুষের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে বান্দরবান সদর থানা।

তারই ধারাবাহিকতায় গতকাল রাতে বান্দরবান বালাঘাটার বাজার এলাকায় হতদরিদ্র কর্মহীন ১৫টি পরিবারের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দেয় বান্দরবান সদর থানার পুলিশ।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, করোনাভাইরাস শুরুর প্রথমে বিভিন্ন সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান থেকে কর্মহীন গরিব মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। কিন্তু বান্দরবানের অবস্থা দিনদিন খারাপ হওয়াতে বর্তমানে বান্দরবানের রেড জোন ঘোষণা করা হয়েছে। আর এই রেড জোনের ফলে কর্মহীন হয়ে পড়েছে গরিব দিনমজুর ও নিম্ন শ্রেণির মানুষ। তাই এইসব মানুষের কথা চিন্তা করে বান্দরবান সদর থানার পক্ষ থেকে সকল গরিব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কালকে ১৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আর ২০ পরিবারের জন্য আমরা এই সামগ্রী প্রস্তুত করছি। দুই-একদিনের মধ্যে আমরা আরো ২০ পরিবারকে এই সামগ্রী পৌঁছে দিব।

উপকারভোগী ও ত্রাণ সামগ্রী পাওয়া বালাঘাটা বাজারের মোহাম্মদ করিমুল্লাহ সাথে কথা বললে তিনি জানান, আমরা এই দুর্যোগের দিনে বান্দরবান সদর থানার এই মানবিক সহায়তা পেয়ে অনেক উপকৃত হয়েছি। পরিবার নিয়ে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। বান্দরবান সদর থানার পক্ষ থেকে আমাদের মত গরীব অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়াতে আমরা অনেক খুশি। রেড জোন এর কারণে আমরা সবাই গৃহবন্দি হয়ে পড়েছিলাম।

-সিভয়েস/এসসি

বান্দরবান প্রতিনিধি:

সর্বশেষ

পাঠকপ্রিয়