Cvoice24.com


৩২৮ দরপত্রে সম্পন্ন হল কাস্টমসের ধামাকা নিলাম

প্রকাশিত: ১৭:১৪, ১ জুলাই ২০২০
৩২৮ দরপত্রে সম্পন্ন হল কাস্টমসের ধামাকা নিলাম

চট্টগ্রাম কাস্টম হাউস ৩৬৭টি কন্টেইনার ভর্তি বিভিন্ন ধরনের পণ্য নিলামে দরপত্র জমা হয়েছে ৩২৮টি। তারমধ্যে চট্টগ্রাম কাস্টমস ও জেলা প্রশাসকের কার্যালয়ে ৩০০টি এবং ২৮টি দরপত্র জমা পড়েছে শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কার্যালয়ে। করোনা সংকটের জন্য এ নিলামে কোন প্রকার প্রভাব পড়েনি বলে জানান সংশ্লিষ্টরা।

এ নিলাম আয়োজনে কাজ করে চট্টগ্রাম কাস্টমসের নিয়োগে বেসরকারি প্রতিষ্ঠান কেএম কর্পোরেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. মোর্শেদুল আলম সিভয়েসকে বলেন, ‌‘করোনার কারণে সারাবিশ্বের অর্থনীতিতে বড় রকমের একটি প্রভাব পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব ব্যতিক্রম নয়। তবে এ নিলামের আয়োজনে আমরা তা লক্ষ্য করিনি। গতকাল (৩০ জুন) আয়োজিত এ নিলামে আমরা ৩২৮টি দরপত্র পেয়েছি।’ 

এতে কী পরিমাণ রাজস্ব অর্জিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে মূলত কাস্টমস কাজ করবে। তাই এ বিষয়ে আমাদের কাছে কোন রকম তথ্য নেই।’

কাস্টমস নিলামে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা প্রতিষ্ঠান আরএনএইচ মো. ইকবাল বলেন, ‘করোনার কারণে ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গতকালকের (৩০ জুন) নিলামে আমরা তা বুঝতে পারিনি। অন্য সব নিলামের মতোই গতকালের নিলাম অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা ব্যবসায়ীরা একটি সমস্যায় পড়েছি। সমস্যাটি হল- গত ফেব্রুয়ারি মাসের নিলামে যেসব পণ্য ছিল সে পণ্যগুলো কাস্টমস সরকারি নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করেনি। এখন আমাদের পহেলা বৈশাখ ও ঈদ শেষ হয়ে গেছে। সেসব পণ্য বিক্রয় করার জন্য যেসব ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও সেসব পণ্য এখন নিতে চাচ্ছে না। কাস্টমস এ পণ্যগুলো এখন নিষ্পত্তি দেয়ার কথা বলছে। এতে আমরা লোকসানে পড়ে যাব।’

এই নিলামে কি পরিমাণ রাজস্ব অর্জিত হতে পারে জানতে চাওয়া হয় কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুনের কাছে। তিনি সিভয়েসকে বলেন, ‘এটি সব দরপত্র পর্যালোচনা করে বলতে ২০ দিনের মতো সময় লাগবে। তবে আমরা বড় রিডারদের নাম আগামী পরশুদিন (৩ জুন) ঘোষণা করব। আশা করি, আমাদের টার্গেট অনুযায়ী সরকারের রাজস্ব অর্জিত হবে।’

-সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়