Cvoice24.com


চট্টগ্রাম বন্দরের ‘বিপজ্জনক কেমিক্যাল’ ধ্বংস সুনামগঞ্জে

প্রকাশিত: ০৭:৫৪, ২ ডিসেম্বর ২০২০
চট্টগ্রাম বন্দরের ‘বিপজ্জনক কেমিক্যাল’ ধ্বংস সুনামগঞ্জে

চট্টগ্রাম বন্দরের পি শেডে পড়ে থাকা বিপজ্জনক কেমিক্যাল ধ্বংস করা হবে সুনামগঞ্জের ছাতকে। ৫৩ লটে ৪৮ হাজার ৮৭০ কেজি এসব কেমিক্যাল প্রায় ১০ থেকে ১৫ বছর বন্দরের পি শেডে পড়েছিলো। 

চট্টগ্রামে এ পণ্য ধ্বংস করতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে তিনটি কাভার্ডভ্যানে করে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।

ধ্বংসের উদ্দেশ্যে বিপজ্জনক কেমিক্যাল সুনামগঞ্জে নেয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার (নিলাম শাখা) ফয়সাল বিন রহমান বলেন, ‘এ কেমিক্যালগুলো দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে বন্দরের পি-শেডে পড়েছিলো। এ কেমিক্যালগুলো নিলামে তোলা হয়েছিল। কিন্তু ক্রেতারা তা কিনতে আগ্রহ প্রকাশ করেনি। তাই এসব কেমিক্যাল ধ্বংস করার সিদ্ধান্ত নেয়া হয়‌। কিন্তু এসব চট্টগ্রামে ধ্বংস করার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর আপত্তি জানায়। এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরামর্শে এ কেমিক্যালগুলো সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হলসিম সিমেন্ট কোম্পানির একটি ডিও প্রকল্পে পাঠানো হচ্ছে।’

কীভাবে ধ্বংস করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কেমিক্যালগুলোর মধ্যে রয়েছে বিপজ্জনক কঠিন পদার্থ, হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লাঙ্ককিট, ডাইথোনাইট এবং সালফক্সিলেট, হাইড্রোক্লোরাইড, নাইট্রো গ্লু সলিউশন, কস্টিক সোডা, ফার্মাসিউটিক্যাল উপাদান, বেভারেজ কনসেন্ট্রেটসহ বিভিন্ন রাসায়নিক। চট্টগ্রামে জনবহুল ও এখানে ডিও প্রকল্প না থাকায় পরিবেশ অধিদপ্তর কেমিক্যালগুলো সুনামগঞ্জে পাঠানোর পরামর্শ দেয়। ডিও প্রকল্পের নিয়মানুযায়ী কেমিক্যালগুলো দুই হাজার ডিগ্রি উত্তপ্ত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। এ পণ্য ধ্বংস করার বিষয়ে একদম সূক্ষ্মভাবে পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।’

-সিভয়েস/এসবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়