Cvoice24.com


তৈরি পোশাক রপ্তানিতে বাড়লো কাট-অফ টাইম

প্রকাশিত: ১৭:০৭, ২ ডিসেম্বর ২০২০
তৈরি পোশাক রপ্তানিতে বাড়লো কাট-অফ টাইম

তৈরি পোশাক রপ্তানিতে কাট অফ টাইম (জাহাজে পণ্য ওঠানোর শেষ) বাড়িয়েছে 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 

এর আগে কনটেইনার জাহাজ যেদিন জেটিতে ভিড়তো, সেদিনই জাহাজে পণ্য বোঝাই কনটেইনার তুলতে হতো।

বুধবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বন্দর সচিব ওমর ফারুক জানান, ‘এখন থেকে কনটেইনার জাহাজ জেটিতে আসার পরদিনও তা জাহাজে তোলা যাবে। পূর্ব নিয়ম থেকে ২৪ ঘণ্টা সময়সীমা বাড়ানো হয়। তবে এই সুবিধা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে।’

প্রসঙ্গত, এ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগে কনটেইনার জাহাজ যেদিন জেটিতে ভিড়তো, সেই দিনই জাহাজে পণ্য বোঝাই কনটেইনার তুলতে হতো। জাহাজ জেটিতে ভেড়ার পরদিন বন্দরে নেয়া হলেও জাহাজীকরণের সুযোগ মিলত না। এবার নিয়ম শিথিল করায় বাড়তি ২৪ ঘণ্টা সময় পাবেন পোশাক শিল্প মালিকরা।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়