Cvoice24.com

চট্টগ্রামে এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ১৫:০০, ১৮ জানুয়ারি ২০২১
চট্টগ্রামে এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে নগরের নন্দনকাননের পুলিশ প্লাজার ৬ষ্ঠ তলায় এশিয়ান টিভির বিভাগীয় কার্যালয়ে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয় এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি।

অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে কেক কেটে আনুষ্ঠানিকতার সূচনা করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। দুপুরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী কেক কেটে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।

এসময় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এশিয়ান টেলিভিশন সূচনালগ্ন থেকেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের নানা অনিয়ম, দুর্নীতি উঠে আসছে কর্মরত সাংবাদিকদের সংবাদের মধ্য দিয়ে। চট্টগ্রামকে নিয়ে এশিয়ান টেলিভিশনের ভাবনা নগরবাসীকে উদ্বেলিত করেছে। চলমান কাজের ধারাবাহিকতায় আগামী দিনেও সমাজের নানা কর্মকাণ্ডে এশিয়ান টেলিভিশন অগ্রণী ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, ‘এশিয়ান টেলিভিশন বরাবরই বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপন করছে। এবং চট্টগ্রামের গণ মানুষের কথা তুলে ধরে বহুমুখী মাইলফলক তৈরি সেই সূচনালগ্ন থেকেই। অমি এশিয়ান টেলিভিশনের সফলতা কামনা করছি।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী ডা. বিদুৎ বড়ুয়া, দৈনিক দেশ রুপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, শ্রমিক নেতা সফর আলী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, এশিয়ান টিভির চট্টগ্রাম বিভাগের বার্তা প্রধান ওয়াহিদ জামান, সিটি কলেজের সাবেক ভিপি রাজিব হাসান রাজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাংবাদিক কাজী মাহফুজ, ফটো সাংবাদিক সুজন আচ্যার্য, লিটন মজুমদার প্রমুখ।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়