কর্ণফুলীতে ফুল ভাসিয়ে বৈসাবি বরণ 

কাপ্তাই প্রতিনিধি (রাঙামাটি)

প্রকাশিত: ১২:৩৯, ১২ এপ্রিল ২০২৪
কর্ণফুলীতে ফুল ভাসিয়ে বৈসাবি বরণ 

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুল বিষু উৎসবের আনুষ্ঠানিকতা পালন করল তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা। শুক্রবার (১২ এপ্রিল) সকালে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ কর্ণফুলী নদীতে ফুল ভাসানো উৎসবে অংশ নেন। এতে পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা উপস্থিত থেকে এই ফুল ভাসানো উৎসবের উদ্বোধন করেন। 

এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ  তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ফুল ভাসানো উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে আজ থেকে শুরু হলো বৈসাবি উৎসব। এতে তিন পার্বত্য জেলার পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের পাড়া মহল্লায় এবং ঘরে ঘরে চলবে নানা আয়োজন। পাহাড়জুড়ে বইবে উৎসবের আমেজ।

সর্বশেষ

পাঠকপ্রিয়