কঠিন লড়াইয়ে জিতলেন রজার ফেদেরার

প্রকাশিত: ১২:৫৮, ১৭ জানুয়ারি ২০১৯
কঠিন লড়াইয়ে জিতলেন রজার ফেদেরার

ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছেন রজার ফেদেরারই। বিশ্বের তিন নম্বর বাছাই মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিলেন ১৮৯তম বাছাই ড্যান ইভান্সের বিপক্ষে।

র‌্যাংকিংয়ে চোখ রাখলেই দু’জনের পার্থক্য বোঝা যায়। কিন্তু মেলবোর্ন পার্কে দু’জনের লড়াইয়ের পর সেই পার্থক্য ঘুচে গেছে পুরোটাই। ১৮৯তম ড্যান ইভান্স বুঝিয়ে দিলেন, র্যাংকিং কেবলই একটি সংখ্যা। এই সংখ্যা দিয়ে কাউকে বিচার করাটা বোকামি। মাঠের লড়াই’ই আসল।

ড্যান ইভান্স শেষ পর্যন্ত জিততে পারেননি। তবে ঘাম ছুটিয়েছেন বিশ্বের এক সময়ের সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরারের। রীতিমত কাঁপিয়ে দিয়েছিলেন। ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত ফেদেরার জিতলেন ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫), ৬-৩ সেটের ব্যবধানে।

৬বার করে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের পাতায় সমানভাবে অবস্থান করছেন রয় এমারসন, নোভাক জকোভিচ এবং রজার ফেদেরার। সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এবার ফেদেরারের হাতে। সে লক্ষ্যে (সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়) শুরুটা করেছেন দুর্দান্ত।

মেলবোর্ন পার্কে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে স্ট্রেট সেটে হারিয়েছেন প্রথম ম্যাচেই। বুধবার রাউন্ড অফ ৬৪’র ম্যাচেও স্ট্রেট সেটে জয় তুলে নিলেন বিশ্বের তিন নম্বর। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফেদেরারের ঘাম ঝরিয়ে গেলেন ড্যান ইভান্স।

সরাসরি সেটে জয় ছিনিয়ে নিলেও ড্যান ইভান্সের বিপক্ষে প্রথম দুটি সেটের নিষ্পত্তি হল টাইব্রেকারে। দুরন্ত ইভান্স কঠিন লড়াই ছুঁড়ে দিলেন সাবেক বিশ্বসেরা তথা ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ীকে।

-সিভয়েস/আরএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়