মেসির বিরুদ্ধে এবার অসদাচরণের অভিযোগ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ৬ এপ্রিল ২০২৪
মেসির বিরুদ্ধে এবার অসদাচরণের অভিযোগ

চোটের সঙ্গে লড়াইটা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসির। চোট নিয়ে কদিন পরপরই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এই ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে মেসির বিরুদ্ধে এবার অসদাচরণের অভিযোগও উঠেছে। 

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিপক্ষে ম্যাচে মেসি নাকি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন!

মেসি কেন এমন আচরণ করেছেন, তা এখনো স্পষ্ট নয়। কলোরাডোর বিপক্ষে আগামীকাল ম্যাচের আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস। তবে মোরালেস বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’

মোরালেস এ সময় আরও বলেছেন, ‘আমরা দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই, তাই ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরের মাঠে গিয়ে পরবর্তী রাউন্ডে যেতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’


মন্টেরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২–১ গোলে হেরেছিল মায়ামি। সেদিন মেসির খেলার কথা থাকলেও মাঠে ফেরা হয়নি তাঁর। গ্যালারি থেকে ম্যাচটি দেখেছেন আর্জেন্টাইন তারকা। শোনা যাচ্ছে, ম্যাচের আগে মন্টেরে কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যকে ঘিরেই নাকি মেজাজ হারিয়েছেন মেসি।

প্রশ্ন হচ্ছে কী বলেছিলেন অর্টিজ? ম্যাচের আগে মন্টেরের এই কোচ বলেছিলেন,‘আমি আশা করি ছেলেরা বুঝবে যে এটা আরেকটি খেলা। তারা বুঝবে যে মেসিও শুধু আরেকজন খেলোয়াড়।’ 

এরপর রেফারির ভূমিকা, ম্যাচের পরিকল্পনাসহ অনেক বিষয় মেসি দ্বারা প্রভাবিত হতে পারে বলেও মন্তব্য করেন অর্টিজ। বিষয়টি নিয়ে মায়ামির সহকারী মোরালেস অবশ্য সরাসরি কিছু বলেননি। তাঁর উত্তর ছিল এমন, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছে, মন্টেরে মেসির আচরণের পরিপ্রেক্ষিতে ইন্টার মায়ামির বিরুদ্ধে কনক্যাকাফে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
চোট নিয়ে চার ম্যাচ বাইরে থাকার পর মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে দলের স্কোয়াডে ফিরেছেন মেসি। যদিও কতক্ষণ খেলতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। আগামী বুধবার মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে মেসির মায়ামি। সেই ম্যাচে পূর্ণ ফিট মেসিকে পেতে চায় ফ্লোরিডার দলটি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়