Cvoice24.com

মহেশখালীতে জনপ্রতি স্পিডবোটে ১১৫, কাঠের বোটে ৪৫  

মহেশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ৬ আগস্ট ২০২২
মহেশখালীতে জনপ্রতি স্পিডবোটে ১১৫, কাঠের বোটে ৪৫  

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মহেশখালী কক্সবাজার নৌপথে স্পীড বোট ও গাম বোটের ভাড়া বাড়িয়েছে প্রশাসন।

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে স্পীড বোট চালকরা জনপ্রতি স্পিডবোট ভাড়া ১৪০ টাকা করে আদায় করে। পরে এ বিষয়ে জনমনে অসন্তোষ দেখা দিলে দুপুর ১২ টায় মহেশখালী উপজেলা প্রশাসন ভাড়া নির্ধারণের ঘোষণা দেয়। 

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন জানান, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে সরকার তেলের মূল্যের নতুন প্রজ্ঞাপন প্রকাশ করায় মহেশখালী রুটে চলাচলরত স্পিড বোটের ভাড়া জনপ্রতি ১১৫ টাকা এবং ডেনিস/ কাঠের বোটের ভাড়া জনপ্রতি ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

তবে এই বিষয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাংবাদিক আবুল বশর পারভেজ ও সমাজকর্মী আজিজ সিকদার জানান, তেলের দাম বৃদ্ধির সাথে ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। যা জনসাধারণের উপর বিরূপ প্রভাব ফেলবে। এছাড়াও একক সিদ্ধান্তে ভাড়া বৃদ্ধি না করে সকলের সমন্বয়ে সিদ্ধান্তে যাওয়া উচিত। 

উল্লেখ্য , পূর্বে জনপ্রতি স্পিডবোট ভাড়া ছিল ৮৫ টাকা এবং ডেনিস/কাঠের বোটের ভাড়া ৩৫ টাকা। 

সর্বশেষ

পাঠকপ্রিয়