Cvoice24.com

‘ত্রাণ আর কত দিবেন, ভ্যানটা ঠিক করে দেন’— ৩৩৩ এ ফোন করে রিকশাচালকের আকুতি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ২৯ মে ২০২১
‘ত্রাণ আর কত দিবেন, ভ্যানটা ঠিক করে দেন’— ৩৩৩ এ ফোন করে রিকশাচালকের আকুতি

নতুন পাওয়া ভ্যানের উপর তুলে নিয়েছেন পুরনো ভাঙাচোরা ভ্যান।

জরাজীর্ণ হয়ে পড়েছে জীবিকার চাকা। যে ভ্যান চালিয়ে কিছু টাকা আয় হতো সেটা অকেজো হয়ে পড়ায় আয় রোজগার হচ্ছে না। সবশেষ সরকারি হেল্পলাইন ৩৩৩-এ ফোন করে সাহায্যে চাইলেন এক রিকশাচালক। সাহায্য চাওয়া এই রিকশাচালকের নাম প্রদীপ নাথ। হাটহাজারীর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

জানা গেছে, কিছুদিন আগে ৩৩৩-এ কল দেয় প্রদীপ। এসএমএস পেয়ে উপজেলা প্রশাসন থেকে কল করা হলে ত্রাণ নিতে অস্বীকার করে প্রদীপ। তখন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রহুল আমিনকে বলেন, ‘চাল ডাল কতবার দিবেন, তার চাইতে নষ্ট হয়ে যাওয়া রিকশা মেরামত করে দিলে বা ভ্যান হলে আমি নিজেই আয় করে খেতে পারবো। ত্রাণের বদলে রিক্সা মেরামত বা ভ্যান দিলেই আমি খুশি। ’

পরে ইউএনও রুহুল তার কথার সত্যতা গোপনে যাচাই করে  তার জন্য একটি নতুন রিকশাভ্যান তৈরি করে দেন। শনিবার (২৯ মে)  ইউএনও রিকশা ভ্যানটি প্রদীপ নাথের কাছে হস্তান্তর করেন। পরিবার পরিচালনার জন্য নতুন রিকশা ভ্যান পেয়ে তিনি খুব খুশি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়