Cvoice24.com

কর্ণফুলীতে জমির বিরোধে প্রতিবেশীর হামলায় মা-ছেলে খুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ২৫ এপ্রিল ২০২৩
কর্ণফুলীতে জমির বিরোধে প্রতিবেশীর হামলায় মা-ছেলে খুন

চট্টগ্রাম কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ প্রতিবেশীরা। একই ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দুজন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের মাস্টার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হোসনারা (৪৫) ও পারভেজ (৩১)। 

নিহত হোসনারার ছোট ছেলে মো. সিফাত সিভয়েসকে বলেন, নিজেদের জায়গায় রাস্তা বানানোর জন্য আজকে প্রতিবেশীরা আমাদের উপর পিলার দিয়ে হামলা করেছে‌। এই ঘটনায় আমার মা ও বড় ভাই গুরুতর আহত অবস্থায় মারা গেছে। হামলার সময় তারা প্রায় ২০ জনের বেশি মানুষ এক সাথে আমাদের উপর আক্রমণ করে‌। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল আহমেদ সিভয়েসকে বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যার নিয়ে ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের সাথে বিরোধ চলছিল। পরে আজকে দুপুরে ঝটিকা হামলায় ৪ জন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছে। ভুক্তভোগী পরিবার এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করেনি‌। মামলা দায়ের করলে তদন্ত শুরু হয়ে যাবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সিভয়েসকে বলেন, গুরুতর আহত অবস্থায় এক নারীসহ চারজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুইজন সম্পর্কে মা-ছেলে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়