Cvoice24.com

কর্ণফুলীতে জমির বিরোধে মা-ছেলেকে খুন, আরও দুজন গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ২৯ এপ্রিল ২০২৩
কর্ণফুলীতে জমির বিরোধে মা-ছেলেকে খুন, আরও দুজন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জায়গা-জমির নিয়ে বিরোধ নিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা ও ছেলে নিহতের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— মো. মোসলেম (৩৮) এবং মনোয়ারা বেগম (৪২)।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে নিহতের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে শুক্রবার দিবাগত রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় মূলহোতাসহ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে পারভেজ (২৩) নিহত হয়। এ ঘটনায় হোসনে আরার দুই ছেলে মো. আরজ (২২) ও মো. সিফাত (১৫) গুরুতর আহত হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পরেরদিন ২৬ এপ্রিল ১৫ জনের নাম উল্লেখ করে নিহত হোসনে আরা বেগমের ছেলে জাফর আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়