নৌকার মোতাহেরুলের বিরুদ্ধে মামলার নির্দেশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ৬ জানুয়ারি ২০২৪
নৌকার মোতাহেরুলের বিরুদ্ধে মামলার নির্দেশ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে এ সংক্রান্ত নালিশ করেন স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চট্টগ্রামে জেলা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন ইসির উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম। 

ওই চিঠিতে বলা হয়, `সংসদীয় আসন ২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া) নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে ভোটারদের প্রকাশ্যে টাকা বিতরণ করেন। ফলে উক্ত “প্রার্থী সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮” এর বিধি ১০ (চ) ও ৩ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এমতাবস্থায় অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অ-আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।'

জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা আমরা পেয়েছি। আমরা আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে, ২৮ ডিসেম্বর প্রকাশ্যে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মুহিবুল্লাহর কাছে সামশুলের পক্ষে লিখিত অভিযোগ করেছেন প্রধান নির্বাচনী সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন।

সেই অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর আনুমানিক বিকেল সাড়ে তিনটা থেকে ৪টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে গণসংযোগকালে মোতাহেরুল ইসলাম ভোটারদের টাকা বিতরণ করে নৌকায় ভোট দিতে বলেন। তিনি নিজ হাতে ৫০০ টাকার নোট তুলে দিয়েছেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে। উনার সাথে থাকা লোকজন ভিডিও করতে বারণ করেন এবং বলেন টাকা দিচ্ছে এটা যেন ভিডিও না করে কারণ এটা আচরণবিধি হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তিনি নিয়মিত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এবং টাকা বিলি করছেন। এটি নির্বাচন আইনের সুস্পষ্ট লংঘন। ভিডিওতে এবং ছবিতে উনি নিজ হাতে টাকা বিতরণের প্রমাণ আছে। আমরা আজকে বিভিন্ন পত্রিকা মারফত এটা জানতে পেরেছি।’

সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের প্রার্থিতা বাতিলের দাবিও জানানো হয় অভিযোগে।

সর্বশেষ

পাঠকপ্রিয়