‘উল্টোপথে’ চলা বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ৯ ডিসেম্বর ২০২৩
‘উল্টোপথে’ চলা বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা ও নিহত চালক (গোলচিহ্নিত)।

চট্টগ্রামের রাউজানে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত ওই অটোরিকশা চালক হলেন মো. ইলিয়াছ (২৭)। 

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ইলিয়াছ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোপথে বেপরোয়া গতিতে শহরের দিকে যাচ্ছিল বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ‍মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে পাঠাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়