Cvoice24.com

পণ্যবাহী ট্রাকে আসছিল মাদক, সীতাকুণ্ডে র‍্যাবের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৩ জুলাই ২০২১
পণ্যবাহী ট্রাকে আসছিল মাদক, সীতাকুণ্ডে র‍্যাবের হাতে ধরা

কুমিল্লা থেকে পণ্যবাহী ট্রাকে করে চট্টগ্রামে মাদক নিয়ে আসছিল তারা। তবে সীতাকুণ্ড থানার জোরামতল এলাকায় র‍্যাবের অভিযানে ধরা পড়ে ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী। এসময় তাদের কাছ থেকে ১৯ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ৯৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করে করা হয়।  

আটককৃতরা হলেন— খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার কাজিপাড়ার আতাউর রহমানের ছেলে ড্রাইভার মো. ইদ্রিস (৩০) এবং একই থানার মুসলিম পাড়ার মৃত এমদাদুল হকের ছেলে হেলপার মো. মোরশেদ (২১)।  

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (​মিডিয়া) নুরুল আফসার সিভয়েসকে বলেন, কুমিল্লা থেকে নগরে মাদক নিয়ে আসছিল একটি পণ্যবাহী ট্রাক। সীতাকুণ্ডে মহাসড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব। এসময় ট্রাকে থাকা ২টি বস্তার ভিতর থেকে ১৯ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ৯৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া সাথে থাকা ট্রাকটিও (ঢাকা মেট্টো-ড-১৪-৭৮১৯) জব্দ করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)।

-সিভয়েস/এইচবি

সর্বশেষ

পাঠকপ্রিয়