Cvoice24.com

পেট ব্যথা নিয়ে স্টেশনে আটক, তিনদিন পর বের করা হলো ইয়াবা

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২২
পেট ব্যথা নিয়ে স্টেশনে আটক, তিনদিন পর বের করা হলো ইয়াবা

সীতাকুণ্ড থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি স্টেশন থেকে তিনদিন আগে সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের হাতে আটক হন মো. জহির উদ্দিন নামে এক যুবক। এসময় পেট ব্যথার কথা জানিয়ে প্রথমে সটকে পড়ার চেষ্টা করলেও পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা রাখার কথা স্বীকার করেন ওই যুবক।

শুক্রবার চিকিৎসকরা তার পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা সাড়ে ১৬শ’ পিস ইয়াবা বের করেছেন।

জহির উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার নুরুল আমিনের ছেলে। 
 
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর  বুধবার দুপুর ২টার দিকে ভাটিয়ারি বাস স্টেশন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি পেট ব্যথার কথা বলে সটকে পড়ার চেষ্টা করেন। আচরণে সন্দেহ হলে তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার পেটের মধ্যে ইয়াবা আছে বলে স্বীকার করেন। এক্সরে করেও চিকিৎসকরা তার পেটে ইয়াবা থাকার বিষয় নিশ্চিত হন। কিন্তু তার পেট থেকে ইয়াবা বের করতে সময় লাগবে বলে জানান চিকিৎসক। অবশেষে ৩ দিন চিকিৎসা চালিয়ে আজ শুক্রবার পেটের ভিতর বিশেষ কায়দায় রাখা ১৫৬০ পিস ইয়াবা বের করা হয়।

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বনিক জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা করে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়