Cvoice24.com

বাস চাপায় চবি শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে মানববন্ধন  

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ২৮ আগস্ট ২০২২
বাস চাপায় চবি শিক্ষার্থীর মৃত্যু: প্রতিবাদে মানববন্ধন  

বাসচাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম আকাশের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনটির আয়োজন করে রাজনীতি বিজ্ঞান বিভাগ।

এর আগে গত শুক্রবার (২৬ আগস্ট) সকালে কুমিল্লার গৌরীপুরে বেপরোয়া গতির একটি বাসের চাপায় নিহত হন তিনি। নজরুল ইসলাম রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

মানববন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, ‘নজরুল ইসলাম খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। তার পিতা ঠেলাগাড়ির চালক ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সে ঠেলাগাড়ি বিক্রি করে তাকে পড়ালেখা করিয়েছে। আজ সে নেই। তার পিতা এখন অসুস্থ এবং মা ক্যান্সারের রোগী। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি।’

‘পরিবহন সেক্টরের সিন্ডিকেটের ফলে এমন বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সাহস দিন দিন বেড়ে চলেছে। পরিবহন সেক্টরের মাফিয়া চক্র ক্ষতিপূরণ দেয়নি। এমনকি মামলা করতে গেলেও বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেন অধ্যাপক এনায়েত।’

রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘এ ধরনের মৃত্যু আমরা প্রত্যাশা করি না৷ নজরুলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আজকে এমন একটি মানববন্ধনে অংশগ্রহণ করতে হবে সেটা প্রত্যাশা করিনি। নজরুলের মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, 'আজকে যদি তার পরিবার প্রভাবশালী হতো তাহলে দেশের আইন তৎপর হয়ে উঠতো৷ পুলিশ প্রশাসন তৎপর থাকতো। শুধুমাত্র এক লাখ টাকার বিনিময়ে কম্প্রোমাইজ করা হতো না। আমরা জেনেছি এক লাখ টাকায় দোষীদের ছাড় দেয়া হয়েছে। শুধুমাত্র নজরুলের সামাজিক অবস্থান এবং আর্থিক দীনতার কারণে ন্যায়বিচার পাবে না, তা হতে পারে না। আমরা নজরুল পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে নিহতের সহপাঠী ও রাজনীতি বিজ্ঞানের ৪৭ ব্যাচের রায়হান আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও শারমিলা কবির। এতে রাজনীতি বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়