Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পেও পাওয়া গেল ভয়ঙ্কর মাদক ‌‘আইস’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ৪ মার্চ ২০২১
রোহিঙ্গা ক্যাম্পেও পাওয়া গেল ভয়ঙ্কর মাদক ‌‘আইস’

রোহিঙ্গা ক্যাম্পে মিললো দুই কোটি টাকার ‘আইস’

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকা থেকে ভয়ঙ্কর মাদক ‘আইস’র বড় চালানসহ মো. আব্দুল্লাহ (৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত আইসের মূল্য প্রায় দুই কোটি টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আব্দুল্লাহ টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা গুলাল নবীর ছেলে। এসময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে মাদক আইস বা ক্রিস্টাল মেথ এর চালান বাংলাদেশে এসেছে। জাদিমুড়া ক্যাম্প এলাকায় দুই সহোদরের বাড়িতে চালানটি মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের খবরে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি আইসের চালানসহ ওই পাচারকারিকে আটক করা হয়। এসময় তার ভাই আবদুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়।’

এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

-সিভয়েস/এসআই

সর্বশেষ

পাঠকপ্রিয়