Cvoice24.com

কক্সবাজার সমুদ্র সৈকেত থেকে আরেক যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২১
কক্সবাজার সমুদ্র সৈকেত থেকে আরেক যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে ৩৫ বছর বয়সী আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে গত দুই দিনে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় সৈকত থেকে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নাম-পরিচয় না জানা ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করেন লাইফ গার্ড কর্মীরা। তবে তিনি পর্যটক কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

বিচকর্মী মাহবুব আলম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার পর সৈকেতর নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে, গতকাল শুক্রবারে (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সী-গাল পয়েন্ট থেকে আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিন জনের লাশ উদ্ধার হলো। 

তাদের একজন স্থানীয় ও একজন পর্যটক, যিনি যশোর থেকে এসেছেন। তার সঙ্গী একজন নিখোঁজ ছিলেন। শনিবার ভেসে আসা লাশ নিখোঁজ যুবকের হতে পারে বলে ধারণা বিচকর্মী বীচ। 

গত এক সপ্তাহে পানিতে ডুবে ৪ জনের মৃত্যু, অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু আর প্যারাসেইলিং থেকে ছিটকে ১ জন আহতসহ ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে কক্সবাজার সমুদ্রসৈকতে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়