Cvoice24.com

মহেশখালীতে প্রতিপক্ষের কোদালের কোপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুলছাত্র

মহেশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২১
মহেশখালীতে প্রতিপক্ষের কোদালের কোপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুলছাত্র

কক্সবাজারের মহেশখালীতে প্রতিপক্ষের কোদালের আঘাতে এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত নবম শ্রেণী পড়ুয়া রুবেলের অবস্থা আশঙ্কাজনক। চমেক হাসপাতালে চিকিৎসা চলছে বলে তার পরিবার জানিয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুবেল উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফরিদ মিয়ার ছেলে। সে শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। 

আহতের মা ফরিজা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের নুরুল আমিনের ছেলে হাবিব উল্লাহ, বেলাল, নুরুল আমিন, মোবারক, তারেকসহ ৭/৮ জনের একটি দল অস্ত্রসহ বাড়িতে ডুকে কোদাল নিয়ে তার ছেলে রুবেলের মাথায় কোপ মারে। এসময় তারা ফরিজা, তার দেবর ও মেয়েকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্কুল ছাত্র রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা গুরুত্বর বলে জানা গেছে। এ ঘটনায় ফরিজা বেগম বাদী হয়ে থানায় এজাহার জমা দেন বলে জানান।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশিক ইকবাল জানান, রাতেই মামলা রেকর্ড হবে। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যেই পুলিশের অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়