বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল আর্থিক অনুদান

প্রকাশিত: ১১:৫৫, ১৪ ডিসেম্বর ২০১৯
বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল আর্থিক অনুদান

ছবি : সিভয়েস

আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৭ লক্ষ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বন বিভাগ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ভূমিমন্ত্রীর সার্সন রোডস্থ বাসভবনে এ অনুদানের অর্থ প্রদান করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এসময়ে উপস্থিত ছিলেন বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বাঁশখালী রেঞ্জ বন কর্মকর্তা আনিসুজ্জামান সেন, জীব বৈচিত্রা কর্মকর্তা নূর জাহান মিল্কী, দীপান্ধিতা ভট্টাচার্জ্য, বনপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু প্রমূখ।

-সিভয়েস/এসসি

আনোয়ারা প্রতিনিধি :

সর্বশেষ

পাঠকপ্রিয়