Cvoice24.com

রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১৪, ২১ মার্চ ২০২৪
রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশাচালক নিহত

রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ সময় অটোরিকশাচালক মোহাম্মদ আবদুল হান্নান (৩৪) নিহত হন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।  
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাছবোঝাই ট্রাকটি মরিয়মনগর বাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে রোয়াজারহাট আসছিল। গাড়ি দুটি ইছাখালী আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশাচালক হান্নানের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে।