সন্দ্বীপে অজ্ঞাত লাশ উদ্ধার
সিভয়েস ডেস্ক
চট্টগ্রামের সন্দ্বীপে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১ টার দিকে পশ্চিম মুছাপুর খাল পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দীন বলেন, লাশের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে ভেসে আসতে পারে। ২/৩ দিন আগে মারা গেছে। লাশের অবস্থা খুবই খারাপ। চেনার উপায় নেই।
প্রত্যক্ষদর্শী মো. আবুল হাশেম বলেন, মুছাপুর মুজিব কিল্লার উত্তর পাশে খাল পাড়ে লাশটি দেখতে পেয়েছি। গন্ধে পাশে যাওয়া যায় না। লাশ থেকে দূরে কিছু জামা কাপড়ও আছে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেযে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। লাশটি উদ্ধার করে সুরতহালের পর ময়নাতদন্ত করা হবে। পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসাবে দাফন করা হবে।