মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুরে রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপচালক মাছুম বিল্লাহ (৪২) ও আবদুর রহিম (৪২)। মাছুম বিল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলা উদ্দিন মিয়ার এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে পণ্যবাহী আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুছড়ে ভেতরে থাকা চালক ও হেলপার দুজনই ঘটনাস্থলে মারা যান।
হাইওয়ে পুলিশের কুমিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, রপ্তানি পণ্য নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে আরেকটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুজন মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।