পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় রাছিব উল্লাহ তুহিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মো. আশেকের ছেলে।
জানা গেছে, বিকেলে ইফতারের আগ মূহুর্তে নানার বাড়ির পুকুরে সবার অগোচরে খেলার ছলে পড়ে যায় তুহিন। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। গ্রাম পুলিশ ইলিয়াছ ও প্রতিবেশীরা তুহিনকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।