Cvoice24.com

দুই যুগ পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ১৬ এপ্রিল ২০২৪
দুই যুগ পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

দুই যুগ ধরে পালিয়ে থাকা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি করিম উল্ল্যা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টায় ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের লালমাই এলাকার গহীন জঙ্গলে আসামীর ছোট একটি ঘর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি করিম উল্ল্যা রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০০১ সালে খাগড়াবিলের আলোচিত আলাম হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন তিনি। সঙ্গবদ্ধ ডাকাতদল ২০০১ সালে আলাম নামে তাদের অপর এক সহযোগীকে নিজ বাড়িতে হামলা করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফটিকছড়ির লালমাই এলাকার গহিন জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার এসআই শামসুল আমীন জানান, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ্দ করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: